Thikana News
১৭ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

ফক্স নিউজ ছাড়লেন আলোচিত উপস্থাপক ও সঞ্চালক টাকার কার্লসন

ফক্স নিউজ ছাড়লেন আলোচিত উপস্থাপক ও সঞ্চালক টাকার কার্লসন


যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন অন্যতম আলোচিত টিভি উপস্থাপক ও সঞ্চালক টাকার কার্লসন। ২৪ এপ্রিল (সোমবার) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে সংবাদ মাধ্যমটি। 

কার্লসনের সর্বশেষ টেলিভিশন অনুষ্ঠানটি গত ২১ এপ্রিল শুক্রবার প্রচার করা হয়। খবর বিবিসির

তার স্থলে একজন উপযুক্ত স্থায়ী সঞ্চালক খুঁজে না পাওয়া পর্যন্ত ফক্স নিউজের অন্যান্য সঞ্চালকরা অস্থায়ীভাবে কার্লসনের করা অনুষ্ঠানগুলোর কাজ চালিয়ে নেবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

দুই প্যারার ওই বিবৃতিতে কেনো কার্লসন ফক্স নিউজ ছাড়ছেন তা কোনো কারণ জানানো হয়নি।

মাত্র কয়েকদিন আগে ৭৮ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার দেয়ার বিনিময়ে আদালতের বাইরে ডোমিনিয়নের সঙ্গে মানহানির মামলা নিষ্পত্তি করেছে ফক্স কর্পোরেশন।

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোমিনিয়নও ভোট চুরির পরিকল্পনায় জড়িত ছিল বলে খবর প্রচার করেছিল ফক্স।

ওই খবরকে মিথ্যা ও অগ্রহণযোগ্য দাবি করে ফক্সের বিরুদ্ধে মামলা করে ডোমিনিয়ন। তাদের অভিযোগ ছিল, ফক্স জেনেশুনেই এ রকম খবর প্রচার করেছিল।

ফক্স নিউজে নিজের শেষ সপ্তাহে তিনি টুইটার প্রধাননির্বাহী ইলন মাস্কের সাক্ষাৎকার নেন।

গত শুক্রবার নিজের শেষ অনুষ্ঠান শেষ করার সময় কার্লসন বলেছিলেন, ‘আমরা আবার সোমবার ফিরে আসবো।’

ঠিকানা/এসআর


 

কমেন্ট বক্স