আজমল হক
মাথার উপর ঝুলছে কিম কার্ডাশিয়ান
লোহার পিলারে গ্রিফিটি আঁকা
প্লাটফর্মে বসা হোমলেস,
পাঁয়চারী করে বেড়াচ্ছে ইঁদুর
বাইরে শ্রীকান্ত কাকের মত দাঁড়িয়ে
উত্তর গোলার্ধ্বের রাত।
রেলের কামরায়-
সিটে বসা তরুণী
কোলে পাপি ডগ
ভালোবাসা বোঝে সেও
মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে
রাতের ‘বিগ অ্যাপল সার্কাস’,
কারো হেড ফোন থেকে ভেসে আসে
বাদ্যযন্ত্রের কর্কশ কোলাহল,
কেউ ক্লান্ত শ্রমিক, হকার, ক্ষুদে কারবারি
তার পাশে কিছু হোমলেস
উষ্ণতা খুঁজে নেয় চাইনিজ কম্বলে।
এখানে এভাবেই রাতগুলো দিন হয়
দিনগুলো রাত
হাডসনে ঢেউ ওঠে ঢেউ ভাঙে-
বাতাসে ভেসে আসে প্লাটফর্মের
আলো ঝলমল চাঁদোয়ার তলে
পাতা বাহারের মত দিন।
আলস্যকান্তিময় নিশি
সংকোচে সংযত বাতাস-
ল্যাম্প পোস্টের আলোকের সাথে
ভালোবাসা দিবসের মত প্রত্যয় রাখে-
‘যদি ফোটে দিনের আলো
তবুও তোমায় আমি বেসে যাবো কিছু কিছু ভালো’।
মধ্যরাত-
ঘুমে অচেতন পরবাসীগণ
বৈচিত্র্যে ভরপুর তখন সাবওয়ে প্লাটফর্ম।
এই বাগানের আমিও এক মালী, পাশাপাশি বাস করি,
জল সিঞ্চন করি,
ফুল তুলি, মালা গাঁথি, জীবন বাঁচাই।
আমার সাথে হ্যান্ডসেক করে যান
মাঝে মাঝে
পারস্যের কবি ওমর খৈয়াম॥