বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার খবর নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া ‘মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারে’ সম্মান দেয়ার ওপর জোর দেন তিনি। ৩০ অক্টোবর দিবাগত রাতে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের নিয়মিত ব্রিফিংয়ে এ সময় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি আলোচিত হয়।
মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমাকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আমি বলতে পারি যে মহাসচিব বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার খবর নিয়ে উদ্বিগ্ন, যাতে ‘অন্তত নয় জন’ মারা গেছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। অবশ্য নয়জন নিহত উল্লেখ করলেও এ বিষয়ে কোনো সূত্র উল্লেখ করেননি মুখপাত্র। তবে গত ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে বাংলাদেশের সংবাদমাধ্যম এক পুলিশ ও এক রাজনৈতিক কর্মী নিহতের খবর দিয়েছে।
জাতিসংঘ মহাসচিবকে উদ্ধৃত করে ডুজারিক আরো বলেন, ‘তিনি সব পক্ষকে সহিংসতা বা অত্যধিক বলপ্রয়োগ বা নির্বিচারে আটক থেকে বিরত থাকার আহ্বান জানান। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।’
ঠিকানা/এম