ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরিয়ে নিয়ে নতুন রাষ্ট্রদূত পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ৩০ অক্টোবর (সোমবার) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলীয় জোট আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। হাসানুল হক ইনু বলেন, ‘মার্কিন সরকার পিটার হাসকে নিয়ে যান, নতুন রাষ্ট্রদূত পাঠান। জো বাইডেনের (মার্কিন প্রেসিডেন্ট) প্রতিনিধি পিটার হাস এই পুলিশ হত্যাকাণ্ডের পক্ষে দাঁড়িয়ে বিএনপির পক্ষে ওকালতি করছে।’
জো বাইডেন ও পিটার হাস বিএনপির সমর্থক দাবি করে জাসদ সভাপতি বলেন, ‘এই গুণ্ডা-সন্ত্রাসী বাহিনীর হত্যাযজ্ঞের সমর্থক জো বাইডেন আর পিটার হাস। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান এখনই পিটার হাসকে অবাঞ্চিত ঘোষণা করুন।’
তিনি বলেন, ‘গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি জল্লাদ বাহিনীর যে গণহত্যা পরিচালিত হচ্ছে সেই গণহত্যার নিত্যসঙ্গী, সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন। ঠিক তখনই গতকালকের আগের দিন ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের নামে, গণতন্ত্রের নামে বিএনপি-জামায়াত তার জঙ্গি বাহিনী, সন্ত্রাসী বাহিনী ঠিক ইসরায়েলি বাহিনীর মতো নিরীহ একজন, নিরস্ত্র একজন পুলিশকে পিটিয়ে হত্যা করেছে।’
ইনু বলেন, ‘আর এই হত্যাকাণ্ড যখন ঘটছে, ঠিক গাজার মতোই বাংলাদেশে জো বাইডেনের প্রতিনিধি, রাষ্ট্রদূতের মুখোশধারী, বিএনপির নব্য উপদেষ্টা পিটার হাস এই পুলিশ হত্যাকাণ্ডের পক্ষে দাঁড়িয়ে বিএনপির পক্ষে ওকালতি করছে। ইসরায়েলি জল্লাদ বাহিনী আর বিএনপির গুণ্ডা-সন্ত্রাসী বাহিনীর পৃষ্ঠপোষক এই জো বাইডেন আর পিটার হাস। আমি এর নিন্দা করছি।’
সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সভায় কেন্দ্রীয় ১৪ দলের নেতারা, মন্ত্রিপরিষদের সদস্য এবং জাতীয় সংসদ সদস্যরা বক্তব্য দেন।
ঠিকানা/এম
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
