রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবি টহল দিচ্ছে। ৩০ অক্টোবর সোমবার রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৮ অক্টোবর শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াও ঠেকাতে পুলিশকে সহায়তা করতে মাঠে নেমেছিল বিজিবি।
৩১ অক্টোবর মঙ্গলবার থেকে বিএনপিসহ সমমনা দলগুলো টানা ৭২ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে। ওই কর্মসূচি শুরুর আগে ফের দেশজুড়ে বিজিবি মোতায়েনের তথ্য জানা গেল।
বিজিবি সদর দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়কে বিজিবি টহল শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি প্লাটুন মোতায়েন থাকবে।
এ বিষয়ে বিজিবি সদর দপ্তরের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী বলেন, ‘ঢাকা মহানগরীর সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে আমাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।’
এদিকে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারে ধানমন্ডি, পল্টন, গুলিস্তান, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ১১ প্লাটুন বিজিবি আগে থেকেই মোতায়েন রয়েছে।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


