Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে বরযাত্রীবাহী বাসে আগুন

চট্টগ্রামে বরযাত্রীবাহী বাসে আগুন ছবি সংগৃহীত
চট্টগ্রাম নগরীর ব্যস্ত জিইসি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৩০ অক্টোবর সোমবার রাত ১০টার দিকে জিইসি এলাকার কে কনভেনশনের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পংকজ দত্ত জানিয়েছেন, রাস্তার পাশে একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেছে। এই আগুন কারা দিয়েছে, তা দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন দেওয়া ওই বাসটি একটি বিয়ের অনুষ্ঠানে যাত্রী নিয়ে এসেছিল। এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দিচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

উল্লেখ্য, জিইসিতে বিভিন্ন যাত্রীবাহী বাসের কাউন্টার রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স