পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি-পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পল্টন-কাকরাইল-বিজয়নগর এলাকা। সংঘর্ষ এখন কিছুটা থেমে গেলেও রাজধানীর কমলাপুরে বাসে আগুনের ঘটনা ঘটেছে। বিকেলে বাসে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের আন্তর্জাতিক বাস ডিপো অফিস, কমলাপুর মোড়ের পুলিশ বক্স, ঢাকা দক্ষিণ সিটির আবর্জনা ব্যবস্থাপনা অফিসসহ একাধিক স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


