অপশক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি ফাউল খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ওরা ফাউল করছে। ওদের লাল কার্ড দেখাতে হবে। আজ ২৮ অক্টোবর (শনিবার) চট্টগ্রামের আনোয়ারার কেইপিজেড মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বক্তব্য দিতে মঞ্চে উঠে শুরুতেই ওবায়দুল কাদের বলেন ‘খেলা হবে’। তখন নেতাকর্মীরা সম্মিলিতভাবে খেলা হবে খেলা হবে স্লোগান দিতে থাকেন। এইপর্যায়ে ওবায়দুল কাদের বলেন, আজ চট্টগ্রামেও খেলা হচ্ছে, ঢাকাতেও খেলা হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, ঢাকায় মির্জা ফখরুল অপশক্তিকে নিয়ে ফাউল খেলা শুরু করেছে। তারা লাঠিসোটা, চালের বস্তা, আটার বস্তা নিয়ে সাত নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে বলে ঘোষণা দিয়েছে। ওরা ফাউল করতেছে, ওদের লাল কার্ড দেখাতে হবে।
ঠিকানা/এম