পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ক্রিকেটের সর্বকালের সেরাদের খুব সংক্ষিপ্ত তালিকাতেও থাকবেন। খেলা ছাড়ার পর নাম লিখিয়েছেন কোচ ও ধারাভাষ্যকার হিসেবে। তবে পরিচয়টা এতটুকুতেই আটকে রাখছেন না ৫৬ বছর বয়সী সুলতান অব সুইং। চলচ্চিত্রের দুনিয়ায় অভিষেক হচ্ছে এই তারকার।
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ওয়াসিম আকরাম অভিনীত সিনেমা 'মানি ব্যাক গ্যারান্টি।' সংবাদমাধ্যম রেডিফ জানিয়েছে এমন খবর। ওয়াসিমের সঙ্গে এই সিনেমায় অভিষেক হচ্ছে তার অস্ট্রেলিয়ান স্ত্রী শ্যানিয়েরা আকরামেরও। এই সিনেমা দিয়ে পাকিস্তানের তরুণ ভিডিওগ্রাফার ফয়সাল কুরেশিরও অভিষেক হতে যাচ্ছে।
পাকিস্তানের সিনেমা জগতের বেশ কয়েকজন নামীদামী তারকা অভিনয় করলেও মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন আকরাম দম্পতি। ইদ উপলক্ষ্যে ২১ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
গত ফেব্রুয়ারি মাসে সিনেমাটির ট্রেইলার ও পোস্টার মুক্তি পাওয়ার পরই আলোড়ন তোলে। ধারণা করা হচ্ছে, একটি ব্যাংকের আর্থিক কেলেঙ্কারিকে উপজীব্য করে সিনেমাটি বানানো হয়েছে। ট্রেইলারে ওয়াসিমের অভিনয় দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই। এর আগেও বিভিন্ন সময়ে বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছিলেন তিনি। তখন থেকেই তার অভিনয় প্রতিভাকে সহজাত হিসেবে ধরা হয়।
১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য ওয়াসিম। সে বিশ্বকাপে ১৮ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টসেরা। ব্যাটারদের জন্য মূর্তিমান আতঙ্ক এই বাঁহাতি পেসার ১০৪ টেস্টে শিকার করেছেন ৪১৪ উইকেট। এছাড়া ৩৫৬ ওয়ানডেতে ঝুলিতে পুরেছেন ৫০২টি উইকেট।
ঠিকানা/এসআর