Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


রাশিয়ায় গেল হামাসের প্রতিনিধি দল

রাশিয়ায় গেল হামাসের প্রতিনিধি দল ছবি সংগৃহীত



 
ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের একটি প্রতিনিধি দল এখন রাশিয়ার রাজধানী মস্কো সফর করছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, হামাসের প্রতিনিধি দলের মধ্যে সংগঠনটির সিনিয়র সদস্য মুসা আবু মারজুকও রয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাসসহ মধ্যপ্রাচ্যের সমস্ত গুরুত্বপূর্ণ পক্ষ-বিপক্ষের সঙ্গে সম্পর্ক রয়েছে রাশিয়ার। যদিও মস্কো মধ্যপ্রাচ্য সংকটের জন্য বারবার মার্কিন কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করেছে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পৃথক বার্তায় বলেছেন, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানিও মস্কো সফর করছেন।

এদিকে গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাত ২০ দিনে গড়িয়েছে। এ সময়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৭ হাজার ২৮ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ২ হাজার ৯১৩ জন শিশু, ১ হাজার ৭০৯ জন নারী এবং ৩৯৭ জন বৃদ্ধ।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স