Thikana News
১৯ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৯ অক্টোবর ২০২৪


 
খাজা টাওয়ারে আগুন

ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

ভবন থেকে পড়ে নারীর মৃত্যু ছবি সংগৃহীত


রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন এক নারী ও এক পুরুষ। তাদের মহাখালী মেট্রো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসনা হেনা নামের (২৭) ওই নারীর মৃত্যু হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর একজন নারী ও একজন পুরুষ লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের দ্রুত মহাখালী মেট্রো হাসপাতালে নেন। সেখানে হাসনা হেনাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। স্বজনেরা লাশ নিয়ে গেছেন। আহত মেহেদী হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

২৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য পায় ফায়ার সার্ভিস। ৫টা ৭ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ১৪ তলা ভবনের ১৩ তলায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ ও আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযানে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘আমরা সিঁড়ি দিয়ে নিচ থেকে ওপরে উঠেছি। প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হয়েছে। আমরা ১১, ১২ ও ১৩ তলায় আটজনকে পেয়েছি। বাকি তলায় কাউকে পাওয়া যায়নি। ধোঁয়ায় তাদের শ্বাসকষ্ট হচ্ছিল। তাদের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ধারণা, আর কেউ ভেতরে আটকা নেই।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স