Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

আলোর অন্নেষনে

আলোর অন্নেষনে
নন্দীনি মুস্তাফী

হেঁটে যাই এই কাকডাকা ভোরে,
শুধু শূন্যতা ছাড়া,
যেন কিছু কোথাও নেই।
চাকচিক্যের এই রংহীন শহর
ঘুমিয়ে গেলে-
সবটাতেই যেন মেকি
কঙ্কালসার অবয়ব।

বিভাজিত বিরাগী মনের
চুয়ে পড়া পিঙ্গল বর্ণ অনুতাপÑ
আহা! এ যেন শুধুই প্রভাকরের অপেক্ষায়!

কত শত সহস্রাব্দের ফসিল!
হিমাঙ্কের নিঃসর্গ স্থপতির বন্দনায়
কেবলই নতজানু হয় মুগ্ধতায়।

ইচ্ছেগুলো জমে গেছে অযুতাব্দী,
শ্বাসরুদ্ধকর দুঃস্বপ্নের দেয়াল পেরিয়েÑ
নৈঃশব্দ্যে হেঁটে যাই,
যুগের পরে যুগ,
অনন্তর সেই যাত্রা আমার।

ক্লান্ত-শ্রান্ত অবসন্ন নয়নযুগল
আকুলতায় চিবুক তুলে অনন্তর কেবলই ইতিউতি খুঁজে ফেরে
যদি দেখা পেয়ে যায় কোনো দিন দিবাকরের আলোকছটা!

কমেন্ট বক্স