Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ইসরায়েলি হামলায় স্ত্রী-সন্তান হারালেন আল-জাজিরার সাংবাদিক

ইসরায়েলি হামলায় স্ত্রী-সন্তান হারালেন আল-জাজিরার সাংবাদিক ছবি সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় আল-জাজিরার আরবি বিভাগের ব্যুরোপ্রধান ওয়ায়েল আল-দাহদুহের স্ত্রী, ছেলে, মেয়ে ও নাতি নিহত হয়েছেন। ২৫ অক্টোবর বুধবার ওয়াদি গাজার দক্ষিণে নুসিরাত শরণার্থী শিবিরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যটি।

আল-জাজিরায় প্রচারিত ভিডিওতে দেখা যায়, সাংবাদিক ওয়ায়েল তার নিহত স্ত্রী, ছেলে ও মেয়েকে দেখতে দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে প্রবেশ করছেন। এই তিনজন নিহতের দুই ঘণ্টার পর ওয়ায়েলের নাতি আদমকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতাল থেকে বেরিয়ে আসার পথে শোকাহত সাংবাদিক ওয়ায়েল আল-জাজিরাকে বলেছেন, আজ যা ঘটেছে তা থেকে পরিষ্কার যে এটি শিশু, নারী ও বেসামরিক নাগরিকদের নিশানা করে চালানো সিরিজ হামলার অংশ। আমি ইয়ারমুক থেকে এ ধরনের হামলা নিয়েই মাত্র প্রতিবেদন করছিলাম। নুসিরাত এলাকাসহ অনেক এলাকায় ইসরায়েলে এই হামলা করেছে।

তিনি আরও বলেন, আমাদের আগেই সন্দেহ ছিল যে দখলদার ইসরায়েলি বাহিনী এসব মানুষকে শাস্তি না দিয়ে ছাড়বে না। এবং দুঃখজনকভাবে তা-ই ঘটেছে। এমন জায়গায় হামলা হলো, যেটাকে দখলদার বাহিনী নিরাপদ বলেছিল।

ইসরায়েলি হামলার কারণে ওয়াদি গাজার দক্ষিণে নুসিরাত শরণার্থী শিবিরে সাংবাদিক ওয়ায়েরের পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছিলেন। বুধবারের হামলায় পরিবারের চার সদস্য হারালেও এক ছোট নাতনিসহ কয়েকজন প্রাণে রক্ষা পেয়েছেন। বোমা হামলায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ আরও মানুষকে উদ্ধারে অভিযান চলছে।

এ ঘটনার পর এক বিবৃতি আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বোমা হামলার ফলে সাংবাদিক ওয়ায়েলের স্ত্রী, ছেলে ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে তার পরিবারের বাকি সদস্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স