আলোচনাটি আগামী বছর পর্যন্ত গড়াতে পারে, এমন উদ্বেগও সৃষ্টি হয়েছে। ইউরোপীয় নীতিনির্ধারকদের প্রত্যাশা ছিল, এ বছরের শেষ নাগাদ ‘এআই অ্যাক্ট’ প্রণয়ণ করা।
ইইউ’র বহুল প্রতীক্ষিত ‘এআই অ্যাক্ট’ নিয়ে এখনও বিতর্ক চলছে সেখানকার আইনপ্রণেতাদের মধ্যে। ফলে, ডিসেম্বরের আগে এর নীতিমালা পাস হওয়ার তেমন সম্ভাবনা নেই।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য আইনের ভিত্তি মডেল নিয়ন্ত্রণের উপায় নিয়ে একমত হতে পারছেন না ইউরোপের নীতিনির্ধারকরা।
এই বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করা রয়টার্স বলছে, এই আইনের বিভিন্ন দূর্বলতা নিয়ে নিয়মিত যাচাই ও বিভিন্ন চ্যাটবট মডেলের ব্যবহারকারী সংখ্যার ওপর ভিত্তি করে একটি শ্রেণিভিত্তিক ব্যবস্থা চালুর জন্য চাপ দিচ্ছে বর্তমানে ইইউ’র নেতৃত্বে থাকা স্পেন।
সম্ভাব্য আইনটি নিয়ে এরইমধ্যে তিনবার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় আইনপ্রণেতারা (ইউরোপীয় পার্লামেন্ট, ইইউ কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় আলোচনা)। এদিকে, চতুর্থ প্রস্তাবনাটি আসতে পারে এ সপ্তাহের মধ্যেই।
এ মাসের প্রস্তাবে কোনো পক্ষ একমত না হলে আরেকটি বৈঠক হতে পারে ডিসেম্বরে। তবে, আলোচনাটি আগামী বছর পর্যন্ত গড়াতে পারে, এমন উদ্বেগও সৃষ্টি হয়েছে। ইউরোপীয় নীতিনির্ধারকদের প্রত্যাশা ছিল, এ বছরের শেষ নাগাদ ‘এআই অ্যাক্ট’ প্রণয়ণ করা।
ইইউ’র এআই অ্যাক্টের খসড়ায় প্রস্তাব দেওয়া হয়, ভিত্তি মডেলের নির্মাতারা যেন সম্ভাব্য ঝুঁকিগুলো মূল্যায়নের পাশাপাশি মডেলগুলোর বিকাশ প্রক্রিয়া ও প্রকাশের পর এগুলোর প্রশিক্ষিত ডেটায় পক্ষপাতমূলক আচরণ রয়েছে কি না, তা পরীক্ষা করে।
আইনটি চালু করার আগে এর ডেটা যাচাইয়ের পাশাপাশি প্রযুক্তিগত নথি প্রকাশের বিষয়টিও উল্লেখ রয়েছে খসড়ায়।
ঠিকানা/এসআর