Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


গাজায় দ্বিমুখী নীতির কড়া নিন্দা জর্ডানের রানির

গাজায় দ্বিমুখী নীতির কড়া নিন্দা জর্ডানের রানির



 
হামাস ও ইসরাইলের যুদ্ধ নিয়ে রিপোর্টে পশ্চিমা মিডিয়া সুস্পষ্ট দ্বিমুখী নীতি নিয়েছে বলে এর নিন্দা জানিয়েছেন জর্ডানের রানী রানিয়া। তাদের এমন ভূমিকার কড়া সমালোচনা করেছেন তিনি। মঙ্গলবার রাজধানী আম্মানে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৭ই অক্টোবর যা ঘটেছে (হামাসের রকেট হামলা), তার জন্য কড়া নিন্দা জানানো হয়েছে। কিন্তু তারপর যা হচ্ছে তাতে খুব কমই নিন্দা জানানো হয়েছে। বর্তমান বিশ্ব এই দ্বিমুখী নীতিতে গভীরভাবে হতাশ। তিনি প্রশ্ন রাখেন, কেন অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হচ্ছে না? আমরা প্রত্যক্ষ করছি অবর্ণনীয় মানবিক বিপর্যয়। তাহলে কেন সব সময় ঘটনার বর্ণনা করতে গিয়ে ইসরাইলের পক্ষ নেয়া হচ্ছে? আমাদেরকে বলা হচ্ছে, একটি পরিবারকে হত্যা করা অন্যায়। একটি পুরো পরিবারকে অস্ত্রের মুখে হত্যা করা অন্যায়। কিন্তু তাদের (গাজার পুরো জনগোষ্ঠী) ওপর গোলা নিক্ষেপ ঠিক আছে! এটাই আরব বিশ্বকে হতবাক করে দিচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান ইতিহাসে এটাই প্রথম- যখন ভয়াবহ মানবিক দুর্ভোগ, তখন বিশ্ব যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে না।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স