Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


হামাসের হামলায় সামরিক যান রেখে পালালো ইসরায়েলি সৈন্যরা

হামাসের হামলায় সামরিক যান রেখে পালালো ইসরায়েলি সৈন্যরা



 
এবার অবরুদ্ধ গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের উপর আকস্মিক হামলা চালানোর দাবি করেছে হামাস। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, তারা ইসরায়েলিদের দুটি সামরিক বুলডোজার ও একটি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সৈন্যরা এরপর সেখান থেকে সামরিক যান রেখে পালিয়ে যায়।

২২ অক্টোবর (রবিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি পোস্টে এ ব্যাপারে হামাস বলেছে, ‘ইসরায়েলি বাহিনীর সেনারা গাজার খান ইউনিসে আল-কাসেম ব্রিগেডসের অতর্কিত এ হামলার মুখে পড়ে যায়। এরপর সেখান থেকে সামরিক যান রেখে তারা পায়ে হেঁটে সীমান্ত বেড়ার পূর্ব দিকে পালিয়ে যায়।’

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার সীমান্তঘেঁষা কিসুফিম এলাকার কাছে অবস্থান নেওয়া তাদের সেনাদের লক্ষ্য করে শুধুমাত্র গুলি ছোড়া হয়েছে এবং যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানে প্রতিরক্ষা বাহিনীর তাদের একটি ট্যাংক পাল্টা হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামলার ঘটনার সময় ইসরায়েলি সৈন্যরা গাজার ভেতর ছিল বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাস। ওই দিনের পর আজই প্রথমবারের মতো ইসরায়েলি সৈন্যদের সঙ্গে গাজার ভেতর হামাসের যোদ্ধাদের সরাসরি লড়াইয়ের এ ঘটনা ঘটেছে। হামাসের সেই ভয়াবহ সামরিক হামলার পর গাজার ভেতর নিজ সৈন্যদের প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গত ১৩ অক্টোবর তারা জানিয়েছিল, গাজায় ছোট আকারের অভিযান চালিয়েছে তারা। সূত্র: সিএনএন

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স