Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


উৎসবে নাচতে গিয়ে হার্ট অ্যাটাকে ১০ জনের মৃত্যু

উৎসবে নাচতে গিয়ে হার্ট অ্যাটাকে ১০ জনের মৃত্যু ছবি সংগৃহীত



 
নবরাত্রি উপলক্ষে প্রতিবছর ভারতের গুজরাটে বিপুল সমারোহে গরবার অনুষ্ঠান হয়। স্থানীয়রা তো বটেই, ভারতের অন্যান্য প্রান্ত, এমনকি বিদেশ থেকেও বহু পর্যটক এ সময় গুজরাটে আসেন গরবায় অংশ নিতে। এবারও গরবার আয়োজন হয়েছে মহাসমারোহে। কিন্তু এই উৎসবে হঠাৎ নেমে এসেছে বিষাদের ছায়া।

গরবায় অংশ নিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ১০ জনের। শুধু তাই-ই নয়, মৃতদের তালিকায় রয়েছে ১৩ বছরের এক কিশোরও। খবর আনন্দবাজার অনলাইনের।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যে ১০ জনের মৃত্যু হয়েছে, তাদের বয়স ১৩-৫০ বছরের মধ্যে। প্রশাসন সূত্র জানিয়েছে, গত ছয় দিনে অ্যাম্বুলেন্স পরিষেবার ১০৮ নম্বরে হৃদরোগ সংক্রান্ত বিষয়ে ৫২১টি ফোন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফোন এসেছে সন্ধ্যা ৬টা থেকে রাত ২টার মধ্যে।

এত অল্প সময়ের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসায় উদ্বেগ ছড়িয়েছে গুজরাটজুড়ে। সরকারও হাসপাতালগুলোকে এ বিষয়ে সতর্ক করেছে। স্বাস্থ্যকেন্দ্রগুলোকেও তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গরবার আয়োজকেরাও অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য অনুষ্ঠানস্থলে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকের ব্যবস্থা রাখছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স