ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে নতুন করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ২১ অক্টোবর শনিবার তেল আবিবসহ মধ্য ইসরাইলের বাট ইয়াম, আশদদ শহরে রকেট হামলা চালানো হয়। হামলার কারণে অন্তত ১৮টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
রেড অ্যালার্ট জারি করা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে তেল আবিবের সিটি সেন্টার, দক্ষিণ তেল আবিব, জাফফা, বাত ইয়াম ও লাখিস অঞ্চলের আসদদের উত্তরের শিল্পাঞ্চল, আসদদের আলেফ, বেত, দালেত ও হেহ। এ ছাড়া দক্ষিণ শেফালার কাফর হানাগিদ অঞ্চলেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিকে লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা লেবানন সীমান্তের কাছে দখলদার ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত ৩০টি মর্টার শেল নিক্ষেপ করেছে।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে লেবাননে হিজবুল্লাহর সামরিক স্থাপনায় সিরিজ হামলা চালিয়েছে তারা। শুক্রবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যে লেবাননের বেশ কয়েকটি স্থাপনায় এসব হামলা চালানো হয়।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


