হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধে মিসরের রাজধানী কায়রোতে শুরু হওয়া শান্তি সম্মেলন কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো। ২১ অক্টোবর শনিবার এই সম্মেলনে আরব বিশ্বের নেতারা গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানান। এর আগে পশ্চিম ও ইউরোপের দেশগুলো সংঘাতে বেসামরিকদের রক্ষা করা উচিত বলে মন্তব্য করেছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্মেলনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন। এ কারণে শেষ পর্যন্ত সহিংসতা নিয়ন্ত্রণের বিষয়ে কোনো চুক্তি হয়নি।
সম্মেলনটির আয়োজক দেশ মিসর আশা করেছিল, এতে অংশগ্রহণকারীরা গাজায় শান্তির আহ্বান জানাবে এবং পুনরায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানাবে। কিন্তু সংশ্লিষ্ট নেতা ও পররাষ্ট্রমন্ত্রীদের অসম্মতিতেই সম্মেলনটি শেষ হলো।
ইসরায়েলে হামাসের হামলার পর থেকে প্রায় দুই সপ্তাহের সংঘর্ষে উভয় দিকে (ফিলিস্তিন-ইসরায়েল) হাজার হাজার মানুষ মারা গেছে। আহত হয়েছে আরও কয়েক গুণ বেশি। অন্যদিকে গাজায় ২৩ লাখ মানুষ মানবিক জীবন কাটাচ্ছে। এদিন শান্তি সম্মেলনে যোগ দেওয়া কূটনীতিকরা অগ্রগতির বিষয়ে আশাবাদী ছিলেন না। কারণ ইসরায়েল গাজায় স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, যার উদ্দেশ্য হামাসকে নিশ্চিহ্ন করা।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


