Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রামদা নিয়ে ইউপি সদস্যকে ধাওয়া করলেন চেয়ারম্যান

রামদা নিয়ে ইউপি সদস্যকে ধাওয়া করলেন চেয়ারম্যান ছবি সংগৃহীত



 
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ধারালো অস্ত্র (রামদা) নিয়ে ইউপি সদস্যকে চেয়ারম্যানের ধাওয়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২০ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের স্টিমারঘাট বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন ইউপি সদস্য ও চেয়ারম্যান।

দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা রাঢ়ী ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাচ্চু দেওয়ানের মধ্যে এ ঘটনা ঘটেছে।

ইউপি সদস্য বাচ্চু দেওয়ান বলেন, ‘চেয়ারম্যানের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৫ দিন পূর্বে বরিশাল জেলা প্রশাসক ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০ সদস্য অনাস্থা দিয়েছেন। শনিবার তারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন।’ এ জন্য চেয়ারম্যান মোস্তফা তার ওপর ক্ষুব্ধ হয়েছেন।

বাচ্চুর অভিযোগ, শুক্রবার সকাল সাতটার দিকে স্টিমারঘাট বাজারের একটি দোকানে চা পান করছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান এসে অকথ্য ভাষায় গালি দেন। একপর্যায়ে রামদা নিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। তখন স্থানীয়রা এসে চেয়ারম্যানের হাত থেকে তাকে রক্ষা করেন। ইউপি সদস্য আরও জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ইউপি চেয়ারম্যান মোস্তফা পাল্টা অভিযোগ করে বলেন, তিনি সকালে বাজারে গেলে ইউপি সদস্য বাচ্চু, তার ছেলে আকবরসহ ১০-১২ জন তার ওপর হামলা করে। তারা মারধর করে হাত ভেঙে দিয়েছে। এ ছাড়া তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে আসা রামদা নিজেকে রক্ষায় ছিনিয়ে নিয়েছেন তিনি। তখন ভিডিও করে ভাইরাল করা হয়েছে বলে দাবি ইউপি চেয়ারম্যানের। এ ঘটনায় রাতে মেহেন্দিগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স