২০২২ তেমন একটা ভালো কাটেনি পরিণীতি চোপড়ার। অভিনেত্রীর একটি ছবি ‘কোড নেম তিরঙ্গা’ হারিয়ে গেছে ব্যর্থ ছবির ভিড়ে। অন্য ছবি ‘উঁচায়ি’ বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও তেমন প্রশংসা অর্জন করতে পারেনি। তবে ২০২৩ সালের শুরুটা ভালো খবর দিয়েই করেছেন পরিণীতি। 
সদ্য শেষ করেছেন পরিচালক ইমতিয়াজ আলির ‘চমকিলা’ ছবির শুটিং। এই ছবিতে কাজ করে জীবন বদলে গিয়েছে তার, সামাজিকমাধ্যমে জানালেন অভিনেত্রী নিজেই।
‘চমকিলা’য় অভিনয় করেছেন পরিণীতি চোপড়া ও দিলজিত দোসাঞ্জা। পঞ্জাবি গায়ক অমর সিংহ চমকিলার জীবন অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। প্রয়াত গায়কের চরিত্রে অভিনয় করছেন দিলজিত। তার স্ত্রী অমরজোত কউরের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে। 
এই প্রথম ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করছেন ‘ইশকজাদে’ খ্যাত অভিনেত্রী। ছবির শুটিং শেষ করার পরে সামাজিকমাধ্যমে পরিণীতি লেখেন, ‘আমার জীবন বদলে দিয়েছে এই ছবি। আমার জীবনের অন্যতম দামি অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কখনও ভুলব না।’
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এআর রহমান। ছবিটির গবেষণার জন্য একাধিক বার পঞ্জাবের লুধিয়ানায় প্রয়াত গায়কের ছেলে জয়মন চমকিলার বাড়িতেও গিয়েছেন পরিচালক। শোনা যায়, পঞ্জাবের অন্যতম জনপ্রিয় মঞ্চানুষ্ঠান ছিল ‘চমকিলা’। ১৯৮৮ সালে মেশমপুরে পারফর্ম করতে যাওয়ার সময় হামলা হয় অমর সিংহ চমকিলা ও তার স্ত্রী অমরজোত কউরের ওপর। দুর্বৃত্তদের বন্দুকের গুলিতে মারা যান দু’জনেই। সূত্র : আনন্দবাজার অনলাইন
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
