বিএনপির পর এবার আওয়ামী লীগও ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে। এদিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে দলটি।
১৯ অক্টোবর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেন।
সভায় মির্জা আজম বলেন, ২৮ অক্টোবর জামায়াত-বিএনপি মহাসমাবেশের নামে মরণকামড় দিতে চাইবে। সেদিন তারা মহাসমাবেশের নামে ঢাকা অবরোধ করবে। নাম দিয়েছে মহাসমাবেশ কিন্তু এটা হলো তাদের অবরোধ। সে কারণে আমরাও সিদ্ধান্ত নিয়েছি তাদের (বিএনপি) ঢাকা দখল করতে দেব না, ২৮ তারিখে আমরাও সমাবেশ করব। সেই সমাবেশে আমরা চাইব তাদের চেয়ে বেশি জনসমাগম করার জন্য।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে তারা যে কর্মসূচি দিয়েছে ঢাকা অবরোধের, সেদিন আমরাও ঢাকা দখলে রাখব। ঢাকার সবচেয়ে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ। আশা করি, নারায়ণগঞ্জ থেকে আমাদের সমাবেশে সবচেয়ে বড় সাপোর্ট যাবে।
উল্লেখ্য, এর আগে ১৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অনুষ্ঠিত সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে বলেও ঘোষণা দেন ফখরুল।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


