দুই দিনের সফরে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। স্থানীয় সময় ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল নয়টার সময় তেল আবিবে অবতরণ করেন তিনি। খবর আল জাজিরা ও বিবিসি।
অবতরণের পর তেল আবিব বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৭ অক্টোবর হামাসের হামলা ছিল একটি অকথ্য, ভয়ংকর সন্ত্রাসী কর্মকাণ্ড।
এ সময় তিনি যুক্তরাজ্য ইসরায়েলের পাশে রয়েছে বলে জানান। তিনি বলেন, আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে আমার বৈঠকের জন্য অপেক্ষা করছি। আমি আশা করছি, তাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হবে।
মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মতোই ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শনে দেশটিতে সফরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
হামাসের হামলার ফলে ইসরায়েল এবং গাজায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করবেন সুনাক। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে অনুরোধ করবেন তিনি। এ ছাড়া আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিন থেকে বের হতে পারে, সে বিষয়েও আলোচনা করবেন।
মধ্যপ্রাচ্য অঞ্চলে দুই দিনের সফরে সুনাকের মিসর ও কাতার সফরেরও কথা রয়েছে।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


