তাপস কুমার বর
মা এসেছে, বছর পরে
খুশির জোয়ারই বইছে।
কাশফুলেতে বাতাস লেগে
কানে কানে কী বলছে?
মা, তুমি আমার মা,
মা, তুমি সবার দুগ্গা মা ॥
ঢাকে কাঠি, বাজছে দেখো
শারদীয়ারই সুরে।
মা আমার মঙ্গলময়ী,
এসেছ আমাদের মর্ত্য।
মা, তুমি আমার মা,
মা, তুমি সবার দুগ্গা মা ॥
অর্ঘ্য ডালা, সাজিয়েছি,
বরণ করে নেব মাকে।
মা এসেছে, মোদের ঘরে
ডাকরে আমার সকল ভাইকে।
মা, তুমি আমার মা,
মা, তুমি সবার দুগ্গা মা ॥
বলো, দুগ্গা মা কি? জয় ॥
সাজবে ঘরের আলপনাতে
পুজোর থালা ঘরে সাজিয়ে।
মা গো তুমি, রক্ষা করো
সকল বিপদ থেকে সবাইকে।
মা, তুমি আমার মা,
মা, তুমি সবার দুগ্গা মা ॥