Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

নেতানিয়াহু ও আব্বাসের সঙ্গে বাইডেনের ফোনালাপ

নেতানিয়াহু ও আব্বাসের সঙ্গে বাইডেনের ফোনালাপ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (বায়ে), ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত
গাজায় চলমান সংঘাত নিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার পৃথক ফোন কলে দুজনের সঙ্গে কথা বলেন বাইডেন। খবর: সিএনএন’র

বাইডেন ইসরায়েলে প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং একই সঙ্গে বেসামরিক নাগরিকদের নিরাপত্তায় সবকিছু করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে এমনটি জানিয়েছে। গাজায় সাধারণ মানুষের জন্য কীভাবে মানবিক সহযোগিতা সরবরাহ নিশ্চিত করা যায়, তা নিয়েও জাতিসংঘ, মিসর, জর্ডান ও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজের বিষয়ে দুটি দেশের প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে।

মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে বাইডেন ইসরায়েলে হামাসের ‘বর্বর হামলা’র নিন্দা জানান এবং মানবিক সহযোগিতা কার্যক্রম পরিচালনায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাশে থাকার আশ্বাস দেন।

সংঘাত যেন আর না বিস্তৃত হয় এবং পশ্চিম তীরে যেন স্থিতিশীলতা বজায় থাকে তা নিয়েও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের আলাপ হয় বলে পৃথক বিবৃতিতে জানা যায়।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স