ইসরায়েলের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
১২ অক্টোবর বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জরুরি বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেছেন, নিজেকে (ইসরায়েল) রক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারে। কিন্তু যত দিন আমেরিকা আছে, তত দিন এর প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, ইসরায়েল কীভাবে নিজেকে রক্ষা করবে, সেটি ‘ম্যাটার’ এবং বেসামরিক নাগরিকদের রক্ষায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক ঝটিকা সফরে বৃহস্পতিবার দুপুরে ইসরায়েলে পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর ব্লিঙ্কেনই বিদেশি প্রথম কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে ইসরায়েল সফর করলেন।
হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের প্রথম চালান ইসরায়েলে পৌঁছেছে।
ইসরায়েলের পক্ষে নিজেদের দৃঢ় সহাবস্থানের জানান দিতেই ব্লিঙ্কেন যুদ্ধের মধ্যেই ইসরায়েল সফর করলেন। ইরানসহ অঞ্চলটির অন্য শক্তিগুলোকে চলমান সংঘাতে না জড়ানোর হুঁশিয়ারি জানানো তার সফরের আরেকটি উদ্দেশ্য। তা ছাড়া হামাসের হাতে বন্দী যুক্তরাষ্ট্রের নাগরিকদের মুক্তি ও গাজায় অবস্থানরত নিজেদের নাগরিকদের নিরাপদে ফেরাতেও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
ব্লিঙ্কেন ইসরায়েলে কয়েক ঘণ্টা অবস্থান করবেন। ইসরায়েল থেকে তিনি প্রতিবেশী দেশ জর্ডানে যাবেন। সেখানে তিনি জর্ডানের রাজা আব্দুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও দেখা করবেন বলে শোনা গেছে। তবে চলমান যুদ্ধে হামাসের ওপর আব্বাসের কোনো প্রভাব নেই।
ঠিকানা/এনআই