Thikana News
৩১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

প্রবাসে দুর্গোৎসবের প্রস্তুতি

প্রবাসে দুর্গোৎসবের প্রস্তুতি
হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা শুরু হচ্ছে ১৯ অক্টোবর। এখন চলছে পূজার আমেজ। আগামী ২১-২২ পূজার অনুষ্ঠান উদযাপন করার জন্য নিউইয়র্কে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। নিউইয়র্কের বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের উদ্যোগে পূজা পালনের প্রস্তুতি নেয়া হচ্ছে। সেই সাথে বিভিন্ন বাসা বাড়িতেও পূজার অনুষ্ঠান হবে। পূজা পলন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিভিন্ন মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে। শারদীয় দূর্গা উৎসব ২০২৩ কে সামনে রেখে নিউইয়র্কের পাশাপাশি  যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীরা নিজ নিজ উদ্যোগে ও বিভিন্ন্ন সংগঠনের উদ্যোগে দূর্গা পূজার উৎসব এর আয়োজন করছে।  
এদিকে পূজা অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি চলছে কেনা কাটার ধুম। বিভিন্ন দোকানে কেনাকাটা চলছে। আর সেখানে বিভিন্ন পণ্যের উপর ছাড় দেয়া হচ্ছে। আইএসপিসহ বিভিন্ন বড় বড় স্টোরে কেনাকাটার উপর সেল চলছে। 
দুর্গা পূজা শুরু হবে ১৯ অক্টোবর। পূজার প্রথম দিন  ১৯ অক্টোবর বৃহস্পতিবার। এদিনে পূজার পঞ্চমী, দ্বিতীয় দিন ২০ অক্টোবর  শুক্রবার, ষষ্ঠী , তৃতীয় দিন ২১ অক্টোবর, শনিবার, সপ্তমী, চতুর্থ দিন ২২ অক্টোবর, রোববার, অষ্টমী, পঞ্চম দিন ২৩ অক্টোবর, সোমবার, বিজয়া দশমী। 

বাংলাদেশ বেদান্ত সোসাইটি আগামী ২১ ও ২২ অক্টোবর শনিবার ও রোববার শারদীয় দুর্গৎসবের আয়োজন করছে। দুই দিনব্যাপী আয়োজিত তাজমহল পার্টি হলে আনন্দ অনুষ্ঠানে থাকবে দুই বাংলা ও বাংলাদেশ বেদান্ত সোসাইটির সাংস্কৃতিক পরিবেশনা। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবেন অলক রায় চৌধুরী, বিপ্লব মুখার্জী, চন্দ্রা রায়, রুনা রায়, রোকসানা মির্জা, শামীম সিদ্দিকী, রেগা, সৌভিক, মারিয়া মারিয়া, উদীপ্ত, দেবশ্রী, নৃত্যাঞ্জলী, আড্ডা, আরো থাকবেন সামন্থা, আনিকা, শান্তি, অংকুশ, শুভশ্রী, অনুরাগ, নিতু, উপামা, স্বপপ্নীল, রুহিমা, বাংলাদেশ বোদান্ত সোসাইটি নিউইয়র্ক, ইনক এর সভাপতি পূর্ন চন্দ্র মুখার্জী এবং সাধারণ সম্পাদক রীনা সাহা একথা জানিয়েছেন। এছাড়াও মেলায় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 
রীনা সাহা বলেন, আমরা উৎসবের আয়োজন করছি দূর্গা পূজা উপলক্ষে আশা করছি সবাই আমাদের আমন্ত্রণে উপস্থিত থাকবেন। আমরা মিডিয়ার মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি অন্যান্যভাবেও আমরা মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি।  বেদান্ত সোসাইটির মতো বিভিন্ন সংগঠন পূজার অনুষ্ঠানের আয়োজন করছে। 
জ্যামাইকার হিলসাইডে তাজমহল পার্টি সেন্টোরে এই অনুষ্ঠান অনুষ্ঠান হবে ২১ ও ২২ অক্টোবর। পূজা শুরু হবে দুপুর সোয়া বারোটায়। পূজা শেষে প্রতিদিন প্রাসাদ বিতরণ করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায়। পূজায় পৌরহিত্য করবেন শ্রী টিটন আচার্র্যী। এছাড়াও বিভিন্ন সংগঠন পূজা উদযাপনের আয়োজন করছে। 
হিন্দু ধর্মাবলম্বীরা এখন অনেকেই কেনাকাটায় ব্যস্ত রয়েছেন। ইন্ডিয়া শাড়ি প্যালেস আইএসপি থেকে জানানো হয়, এই বছর তাদের ৫৩ বছর হলো। এখন সেখানে দিলওয়ালী সেল চলছে। সমগ্র স্টোর  জুড়ে ৪০ শতাংশ মূল্যহ্রাস চলছে। আমরা প্রতিদিন নিত্য নতুন ডিজাইনের পোশাক স্টোর করে থাকি। আমাদের সবচেয়ে সুন্দর বিয়ের শাড়িও এই সেলের আওতায় রয়েছে। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে। সন্ধ্যা সাতটা পর্যন্ত স্টোর খোলা থাকবে।  বৃহস্পতিবার ১২ অক্টোবর থেকে রবিবার ১২ নভেম্বর পর্যন্ত তা চলবে।   
তারা জানান, বছরে এবারই সমগ্র স্টোর জুড়ে আধুনিক বিচিত্র ফ্যাশনের শাড়ি বিয়ের শাড়ি, ইন্ডিয়ান সিল্ক   বেনারেসে ও সাউথ), সূতির শাড়ি (প্রিন্টেড ও এমব্রডারি), ফ্রেঞ্চ পিউর সিল্ক সিফোন , প্রিন্ট ও ব্লক প্রিন্ট সিফোন, ফ্রেঞ্চ স্যানট্যালি লেছ, কুর্তা, সালোয়ার কামিজ ও পুরুষদের অভিজাত ফ্যাসনের পাঞ্জাবী, মন মাতানো পোশাক পরিচ্ছেদের অসাধারণ মূল্যহ্রাসের উৎসব। 
এছাড়াও হ্যান্ড ক্রাফট জুয়েলারি উইথ গোল্ড প্লেটেড গহনা রয়েছে। তারা সবাইকে কেনা কাটার জন্য আমন্ত্রণ জানিয়েছে। 
পোশাক ও গহণার দোকানে দোকানে কেনা কাটার পাশাপাশি বিভিন্ন গ্রোসারী স্টোরেও চলছে পূজার খাবারের কেনাকাটার ধুম। 



 

কমেন্ট বক্স