Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বিয়ের আসরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বিয়ের আসরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু ছবি সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়রা জান্নাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ অক্টোবর সোমবার সন্ধ্যার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতলা এলাকার চৌধুরী স্কয়ার নামের একটি কমিউনিটি সেন্টারে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশু উপজেলার বড় কুমিরা কোটপাড়া এলাকার বেলাল উদ্দিনের মেয়ে।

জানা যায়, উপজেলার সোনাইছড়ি জোড়ামতলায় কমিউনিটি সেন্টারে একই এলাকার খাদ্যভাণ্ডারের মালিক সাহাব উদ্দিনের মেয়ের বিয়েতে মা-বাবা, দাদা-দাদির সঙ্গে শিশু জান্নাতও যায়। খাবার শেষে মা-বাবা বিয়ের মঞ্চে বর-কনের সঙ্গে ছবি তুলতে যান। এ সময় মঞ্চের পাশে পড়ে থাকা অগোছালো বৈদ্যুতিক তারে শিশু জান্নাতের পা পেঁচিয়ে যায়। প্রথমে কেউ তাকে লক্ষ করেনি। কিছুক্ষণ পর শিশুটি জানালার গ্রিলের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলে বৈদ্যুতিক শকের বিষয়টি সবাই বুঝতে পারেন। তাকে দ্রুত উদ্ধার করে ভাটিয়ারির বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

বিয়েতে আসা শিশুটির স্বজনেরা জানান, কমিউনিটি সেন্টারের বৈদ্যুতিক তারগুলো অগোছালোভাবে ফেলে রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তা না হলে হয়তো আজ শিশুটির মায়ের কোল খালি হতো না। এই মৃত্যুর দায় কে নেবে? প্রায় সময় এই কমিউনিটি সেন্টারে যেকোনো অনুষ্ঠান চলাকালীন এভাবে অগোছালো বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখা যায়।

স্বজনেরা আরও জানান, থানায় না জানিয়ে মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইছড়ি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা আক্তার।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স