Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


ইসরায়েলে প্রাণহানি বেড়ে ৭০০

ইসরায়েলে প্রাণহানি বেড়ে ৭০০ ছবি সংগৃহীত



 
হামাসের রকেট হামলায় ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭০০ জনে। এ হামলায় আহত হয়েছেন ২ হাজার ৩০০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

৮ অক্টোবর রোববার সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনের মাধ্যমে হতাহতের এ সংখ্যা জানিয়েছে। এ সময় ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় ৪১৩ জন নিহত হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। গাজায় নিহত ৪১৩ জনের মধ্যে ৭৮ শিশু ও ৪১ জন নারী রয়েছেন।

৭ অক্টোবর শনিবার ভোর থেকে পবিত্র আল-আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস।  আর হামাসের এ আকস্মিক হামলার এক দিন পর ইসরায়েল ‘যুদ্ধের অবস্থা’ ঘোষণা করেছে। কারণ দক্ষিণ ইসরায়েলজুড়ে বেশ কয়েকটি এলাকায় হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রচণ্ড লড়াই চলছে।

হামাসের হামলায় প্রথমে ২৬ সেনা নিহতের তথ্য জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। তবে রোববার ইসরায়েল সরকারের একটি সূত্র জানিয়েছে, হামলায় তাদের ৪৪ জন সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তারা পুলিশ, সীমান্তরক্ষী এবং সন্ত্রাসবিরোধী বাহিনী ইয়ামামের সদস্য ছিলেন।

দ্য ডেইলি জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের হামলা শুরু হওয়ার পর কমপক্ষে ৭৫০ জনের বেশি ইসরায়েলি নিখোঁজ রয়েছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স