ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলার পর গাজায় পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। ৭ অক্টোবর শনিবার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় হামাসের আকস্মিক হামলায় ৪০ ইসরায়েলি নিহত হয়। স্থল, সমুদ্র ও আকাশপথে ইসরায়েল সীমান্তে অবৈধ বসতিগুলোতে অনুপ্রবেশ করেন হামাসের যোদ্ধারা। এর আগে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়েন তারা।
হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, গাজা থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনি সশস্ত্র লোক ইসরায়েলের ভেতরে ঢুকে পড়েছেন। তারা স্থল, জল ও আকাশপথ ব্যবহার করে ইসরায়েলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাচ্ছেন। এ ছাড়া গাজা উপত্যকায় আড়াই হাজারের বেশি রকেট ছুড়েছে। অন্তত ৪০ জন ইসরায়েলি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে পাঁচ শতাধিক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আজ সকালে ইসরায়েলিদের বিরুদ্ধে মারাত্মক ও আকস্মিক হামলা চালিয়েছে হামাস। নিরাপত্তাব্যবস্থার সব প্রধানের সঙ্গে বৈঠক করেছি আমি। যারা ইসরায়েলে অনুপ্রবেশ করেছে, তাদের নির্মূলের নির্দেশ দিয়েছি। এ মুহূর্তে সেই অপারেশন চলছে।’
এসব রকেট ছোড়ার পরই পুরো ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করে বলেছিলেন, হামাস আক্রমণ শুরু করে ‘গুরুতর ভুল’ করেছে।
ঠিকানা/এনআই