Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

টানা বৃষ্টিতে দেশে সীমাহীন দুর্ভোগ

টানা বৃষ্টিতে দেশে সীমাহীন দুর্ভোগ ছবি সংগৃহীত



 
কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজধানীতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলেরও চিত্র প্রায় একই।

দিনভর বৃষ্টিতে ৫ অক্টোবর বৃহস্পতিবার তীব্র যানজটে নগরবাসী নাকাল হলেও শুক্রবার সপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট ছিল অনেকটা ফাঁকা। তবে টানা বৃষ্টিতে জনজীবন প্রায় অচল হয়ে পড়ে।
 
যারা জরুরি কাজে ঘর থেকে বেরিয়েছেন, তারা পড়েন বিপাকে। বিশেষ করে শহরের ছিন্নমূল মানুষগুলো পড়েন চরম ভোগান্তিতে।

রাজধানীর যাত্রাবাড়ী, পুরান ঢাকা, ফার্মগেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, মহাখালী, বনানী, মিরপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, চলমান বৃষ্টির কারণে এসব এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন অলিগলিতে যান চলাচলে সমস্যা হচ্ছে। সব মিলিয়ে ভোগান্তি চরমে।

এদিকে দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে ৩ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস মিলেছে।

আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বাংলাদেশের মধ্যাঞ্চল ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

১০ বছরের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ বৃষ্টিতে তলিয়ে গেছে নগরের অনেক এলাকা। হাঁটুপানিতে চলাচল করছেন স্থানীয়রা।

৭ অক্টোবর শনিবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, শনি ও রোববার সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স