Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
এশিয়ান গেমস ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আফগানিস্তান

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আফগানিস্তান ছবি সংগৃহীত
এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দিনের অপর সেমিতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে আফগানিস্তান।

৬ অক্টোবর শুক্রবার হ্যাংজুতে দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করে ১১৫ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৬ উইকেট হারিয়ে কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। আগামীকাল ৭ অক্টোবর শনিবার ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে আফগানরা।

পাকিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্যে ৯ রানে ফিরে যান সিদ্দিকুল্লাহ আতাল। দ্বিতীয় জুটিতে ওপেনার মোহাম্মদ শাহজাদ ও নুর আলি জাদরান আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। প্রথম চার ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৫ রান সংগ্রহ করেন তারা। তবে পঞ্চম ওভার শাহজাদ ও শাহিদুল্লাহ কামালকে ফিরিয়ে আফগান শিবিরে জোড়া ধাক্কা দেন আরাফাত মিনহাস। চতুর্থ উইকেটে ৩৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন নুর-জাজাই। ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করা নুরকে ফেরান সুফিয়ান মুকিম।

আফগানিস্তান ৭১ থেকে ৮৪ রানের মধ্যে ৩ উইকেট হারায়। ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৩ রান তোলে আফগানরা। শেষ ১৮ বলে ২৩ রান প্রয়োজন পড়ে আফগানদের। ১৮তম ওভারেই খেলা শেষ করেন আফগান অধিনায়ক গুলবদিন নাইব। আমের জামিলের ওভারে ২ ছক্কা ও ১ চারে ১৮ রান নেন নাইব। মাত্র ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন আফগান অধিনায়ক। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন উসমান কাদির ও মিনহাস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৫ রানে অল আউট হয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৪ রান সংগ্রহ করেন ওমাইর ইউসুফ। ১৯ বলের ইনিংসে ২ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। আফগান বোলারদের মধ্যে ফরিদ আহমাদ ১৫ রানে ৩ উইকেট শিকার করেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স