এশিয়ান গেমস ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আফগানিস্তান

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১৯:৫৭ , অনলাইন ভার্সন
এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দিনের অপর সেমিতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে আফগানিস্তান।

৬ অক্টোবর শুক্রবার হ্যাংজুতে দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করে ১১৫ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৬ উইকেট হারিয়ে কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। আগামীকাল ৭ অক্টোবর শনিবার ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে আফগানরা।

পাকিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্যে ৯ রানে ফিরে যান সিদ্দিকুল্লাহ আতাল। দ্বিতীয় জুটিতে ওপেনার মোহাম্মদ শাহজাদ ও নুর আলি জাদরান আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। প্রথম চার ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৫ রান সংগ্রহ করেন তারা। তবে পঞ্চম ওভার শাহজাদ ও শাহিদুল্লাহ কামালকে ফিরিয়ে আফগান শিবিরে জোড়া ধাক্কা দেন আরাফাত মিনহাস। চতুর্থ উইকেটে ৩৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন নুর-জাজাই। ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করা নুরকে ফেরান সুফিয়ান মুকিম।

আফগানিস্তান ৭১ থেকে ৮৪ রানের মধ্যে ৩ উইকেট হারায়। ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৩ রান তোলে আফগানরা। শেষ ১৮ বলে ২৩ রান প্রয়োজন পড়ে আফগানদের। ১৮তম ওভারেই খেলা শেষ করেন আফগান অধিনায়ক গুলবদিন নাইব। আমের জামিলের ওভারে ২ ছক্কা ও ১ চারে ১৮ রান নেন নাইব। মাত্র ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন আফগান অধিনায়ক। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন উসমান কাদির ও মিনহাস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৫ রানে অল আউট হয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৪ রান সংগ্রহ করেন ওমাইর ইউসুফ। ১৯ বলের ইনিংসে ২ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। আফগান বোলারদের মধ্যে ফরিদ আহমাদ ১৫ রানে ৩ উইকেট শিকার করেন।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078