Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

অক্টোবর নয়, ফাফসার আবেদন করতে হবে ডিসেম্বরে

অক্টোবর নয়, ফাফসার আবেদন করতে হবে ডিসেম্বরে
স্টুডেন্ট পেলগ্র্যান্ট, ওয়ার্ক স্টাডিসহ সরকারি বিভিন্ন লোন পাওয়ার জন্য কলেজপড়ুয়া স্টুডেন্টদের প্রতিবছর ফাফসার আবেদন পূরণ করতে হয়। পরবর্তী শিক্ষাবর্ষে সুবিধা পাওয়ার জন্য এই আবেদন প্রতিবছরের ১ অক্টোবর থেকে শুরু হয়। চলতি বছর এই নিয়মের পরিবর্তন হয়েছে। ফলে অক্টোবরের ১ তারিখ পেরিয়ে গেলেও আগামী শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫ এর জন্য এখনো ফাফসা আবেদন করা হচ্ছে না। এই আবেদন শুরু হবে আগামী ডিসেম্বর মাসে। মূলত ফাফসার আবেদনে বেশ কিছু পরিবর্তন আসায় আবেদন গ্রহণ দেরিতে শুরু হবে।
ইতিমধ্যে ডিপার্টমেন্ট অব এডুকেশন থেকে যেসব শিক্ষার্থী আগে থেকে ফাফসার আবেদন করে আসছিলেন ও সুবিধা পাচ্ছিলেন, তাদেরকে ইমেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। সেখানে ডিসেম্বর মাসে ফাফসার ফরম পূরণ করা শুরু হবে বলা হয়েছে। ডিসেম্বর মাসের উল্লেখ করা হলেও নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। তারিখ ঠিক করার পর তারা তা জানাবে বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে তারা নতুন ফাফসার ফর্ম চালু করার আগে একটি ভার্চুয়াল সেশন করতে যাচ্ছে। ভার্চুয়াল সেশন অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। এ জন্য নিবন্ধনও করা হচ্ছে। সেখানে যোগ দিয়ে ফাফসার বিভিন্ন আপডেট তথ্য যেমন জানা যাবে, সেই সঙ্গে নতুন ফর্ম কীভাবে পূরণ করতে হবে, তাও উল্লেখ করা হবে।
এদিকে ডিপার্টমেন্ট অব এডুকেশন বলছে, যারা ফাফসার আবেদন-সংক্রান্ত আপডেট পেতে চান, তারা ওই সাইটে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে যখনই কোনো তথ্য আপডেট হবে, তা ইমেইল করে জানিয়ে দেওয়া হবে। এতে করে কোনো স্টুডেন্ট কিংবা তার অভিভাবককে ফাফসার আবেদন করা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না। সব মিলিয়ে তারা এ ব্যাপারে যাবতীয় উদ্যোগ নিচ্ছে।
জানা গেছে, আগে ফাফসার ফর্মটি অনেক বড় ছিল। অনেক বেশি প্রশ্নের উত্তর দিতে হতো। এখন বিভিন্ন বিষয়ে তারা পরিবর্তন আনতে যাচ্ছে, যাতে ফাফসার ফর্মটি স্টুডেন্ট ও অভিভাবকেরা আরও সহজে পূরণ করতে পারেন।
 

কমেন্ট বক্স