Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


সিরিয়ায় মিলিটারি একাডেমিতে ড্রোন হামলায় নিহত শতাধিক

সিরিয়ায় মিলিটারি একাডেমিতে ড্রোন হামলায় নিহত শতাধিক ছবি সংগৃহীত



 
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর হোমসের একটি মিলিটারি একাডেমিতে ড্রোন হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এতে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। খবর এএফপির।

ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ড্রোন হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের প্রায় অর্ধেকই সামরিক গ্র্যাজুয়েট এবং ১৪ জন বেসামরিক নাগরিক।

এদিন মিলিটারি একাডেমির মিলনায়তনে সেনাসদস্যদের সনদ প্রদান অনুষ্ঠান ছিল। দেশটির সেনাবাহিনী ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন নেতৃস্থানীয় কর্মকর্তা সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

একটি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাস অনুষ্ঠান ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পর সেখানে হামলা চালানো হয়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিদেশি সহায়তাপুষ্ট জঙ্গি সংগঠনগুলো বিস্ফোরক-বোঝাই ড্রোন হামলা চালিয়েছে। তবে কোনো সংগঠন বা গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। ২০১৭ সালে দেশের তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নিয়েছিল সিরীয় সরকার।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স