Thikana News
২৩ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফসে

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফসে ছবি সংগৃহীত
২০২৩ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের ঔপন্যাসিক ও নাট্যকার জন ফস। ৫ অক্টোবর বৃহস্পতিবার সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করেছে। ফসে তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন।

স্টকহোমের সুইডিশ একাডেমি তার নাটক ও গদ্যের প্রশংসা করে বলেছে, যেসব কথা অনুচ্চারিত থেকে যায়, সেগুলো লেখনীতে তুলে এনেছেন তিনি। তার লেখা বিশ্বজুড়ে নানা ভাষায় অনূদিত হয়েছে।

পুরস্কারটির মূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লাখ ডলার)। নোবেল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার হিসেবে বিবেচিত।

ফসের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বোটহাউস, মেলাঞ্চলি। ৬৪ বছরের ফসে জন্মগ্রহণ করেন ১৯৫৯ সালে। তার রচনার মধ্যে ৪০টি নাটক, অসংখ্য উপন্যাস, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদ রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স