Thikana News
১৯ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৯ অক্টোবর ২০২৪


 
গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞা

এডিটরস গিল্ডের চিঠির জবাব দিলেন পিটার হাস

এডিটরস গিল্ডের চিঠির জবাব দিলেন পিটার হাস


ভিসা নীতি নিয়ে উদ্বেগ জানিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন ‘এডিটরস গিল্ড’র দেয়া চিঠির জবাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এডিটরস গিল্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তার জবাবে স্পষ্টভাবে বলেছেন যুক্তরাষ্ট্র সংবাদপত্রের স্বাধীনতাকে সমর্থন করে।

উল্লেখ্য, বাংলাদেশের গণমাধ্যমের ওপরও মার্কিন ভিসা নীতি প্রয়োগ হতে পারে— পিটার হাসের এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে ২৮ সেপ্টেম্বর তাকে চিঠি দিয়েছিল এডিটরস গিল্ড।

এর পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে এডিটরস গিল্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র অবশ্যই সংবাদপত্রের স্বাধীনতাকে সমর্থন করে। মার্কিন রাষ্ট্রদূত তার জবাবে স্পষ্টভাবে একথা বলেছেন বলে জানিয়েছে এডিটরস গিল্ড।

এদিকে এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক ইনাম আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, 'মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিক ও মিডিয়া আউটলেটের মত প্রকাশের স্বাধীনতার চর্চাকে সমর্থন করে। সেটি যুক্তরাষ্ট্রসহ যেকোনো সরকারের বিষয়ে সমালোচনামূলক মতামতও হতে পারে।'

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স