Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


জিম্বাবুয়েতে উড়োজাহাজ দুর্ঘটনায় ভারতীয় ধনকুবের নিহত

জিম্বাবুয়েতে উড়োজাহাজ দুর্ঘটনায় ভারতীয় ধনকুবের নিহত ছবি : সংগৃহীত



 
ভারতীয় ধনকুবের হরপাল রণধাওয়া ও তার ছেলে আমের রণধাওয়া জিম্বাবুয়েতে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি হীরার খনির কাছে ব্যক্তিগত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন। খবর : এনডিটিভির। হরপাল একজন খনি ব্যবসায়ী ছিলেন। রিওজিম নামের খনি কোম্পানির মালিক ছিলেন হরপাল। কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদন করে। পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে।

খবরে বলা হয়, উড়োজাহাজটিতে হরপাল, তার ২২ বছর বয়সী ছেলে আমেরসহ মোট ৬ জন আরোহী ছিলেন। জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুরওয়া হীরার খনিতে যাওয়ার পথে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এক ইঞ্জিনের উড়োজাহাজটি মুরওয়া হীরার খনির কাছেই বিধ্বস্ত হয়। খনিটির আংশিক মালিকানা আছে রিওজিমের। হরপালের ছেলে আমের একজন পাইলট ছিলেন। তবে তিনি উড়োজাহাজটি চালাচ্ছিলেন না।


ঠিকানা/এম

কমেন্ট বক্স