Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত থাকবে : এরদোয়ান

সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত থাকবে : এরদোয়ান ছবি : সংগৃহীত



 
তুরস্কের রাজধানী আঙ্কারায় ১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পার্লামেন্টের কাছে আত্মঘাতী হামলা চালিয়েছে দুই সন্ত্রাসী। দেশটিতে ১ অক্টোবর দুপুর নাগাদ পার্লামেন্টে অধিবেশন শুরুর আগে সকালের দিকে এ হামলা হয়। তবে এরপরও দুপুরে অধিবেশনে পার্লামেন্টে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, তার দেশে সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত থাকবে এবং যেসব সন্ত্রাসী দেশের শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করছে তারা কখনো সফল হতে পারবে না।

পার্লামেন্টে উদ্বোধনী ভাষণে এরদোয়ান বলেছেন, তুরস্কের জনগণ গত ৪০ বছর ধরে সন্ত্রাসবাদের কারণে জীবন ও সম্পদ দিয়ে যে চরম মূল্য দিয়েছে তার অনেকটাই সমাধান হয়েছে। এরদোয়ান আরও বলেছেন, ‘আমরা কখনো সন্ত্রাসীদেরকে সরাসরি তুরস্কের রাজনীতি করতে দেব না। সন্ত্রাসীদের একজনও দেশের ভেতরে বা বাইরে তৎপর থাকা পর্যন্ত সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত থাকবে।’

এদিকে হামলার কয়েক ঘণ্টা পরেই প্রতিশোধ নিতে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীর অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান দিয়ে মুহুর্মুহু হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অন্তত ২০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসবের মধ্যে পিকেকের গুহা, ডিপো এবং বাঙ্কার আছে। সেইসঙ্গে পিকেকের অনেক জঙ্গি নিহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকের গারা, হাকুর্ক, মেতিনা এবং কান্দিলে পিকেকের ঘাঁটিতে হামলা বাড়িয়েছে সামরিক বাহিনী।


ঠিকানা/এম

কমেন্ট বক্স