Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


স্পেনের নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১১

স্পেনের নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১১ ছবি সংগৃহীত



 
স্পেনের মুরসিয়া শহরের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সময় অনুসারে, ১ অক্টোবর রোববার ভোর চারটার দিকে আতালায়ায় অবস্থিত তিয়েত্রে নাইটক্লাবে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি।

স্পেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বলছে, এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মুরসিয়ার মেয়র হোসে বালেস্তা এক্স প্ল্যাটফর্মে বলেন, ‘আতালায়ার নাইটক্লাবে নিহতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে। আমরা এ ঘটনায় অত্যন্ত মর্মাহত।’ মেয়র এ ঘটনায় শহরে তিন দিনের শোক ঘোষণা করেছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। তারা সকাল আটটার দিকে ওই ক্লাবে প্রবেশ করতে সক্ষম হন। এ পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চারজনের ফুসফুসে আগুনের ধোঁয়া প্রবেশ করেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুরসিয়া শহর কর্তৃপক্ষ এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স