ছোটপর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুর্ঘটনার শিকার হন তিশা। চোখের সামনে হঠাৎ এমন দুর্ঘটনা ঘটায় বেশ আতঙ্কিত অভিনেত্রী।
২৯ সেপ্টেম্বর শুক্রবার ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিশা। ভক্তদের জানান, নিজের প্রিয় গাড়িতে যাতায়াতের সময় একটি ডাম্পট্রাক তিশার গাড়িটি দুমড়ে-মুচড়ে দেয়। এতে অভিনেত্রী হালকা চোট পান।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির একটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিশা। আফসোস করে তিশা জানান, সড়ক দুর্ঘটনায় তেমন গুরুতর আহত না হলেও কষ্টে উপার্জিত গাড়ির ক্ষতি মেনে নিতে পারছেন না তিনি।
বর্তমানে অভিনেত্রীর শারীরিক অবস্থা কেমন জানতে চাওয়া হলে সংবাদমাধ্যমকে তিশা বলেন, ‘রাতের দুর্ঘটনার কথা কখনো ভুলব না। আমি শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন।’
উল্লেখ্য, গত আগস্টেই বেশ জ্বরে ভুগেছিলেন তিশা। জ্বরে শারীরিক অবস্থা তার এতই অবনতি হয়েছিল যে শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। মাত্র কয়েক দিন হলো কিছুটা সুস্থ হয়ে অভিনয়জগতে ফিরেছেন। তার পরই এমন সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন জনপ্রিয় এ অভিনেত্রী।
ঠিকানা/এনআই