Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সাধারণ থেকে অসাধারণ

সাধারণ থেকে অসাধারণ
জেবুন্নেছা ববিন

ঝমঝম অঝোর ধারার বৃষ্টিতে ভিজে,
অন্তরের গুমরানো অশ্রুর স্রোতকে জাগিয়ে তোলো নিজে।
শ্রাবণের স্রোতে ভেসে যাওয়া পিঁপড়ের ঢিবির উদর,
ঢেউ ভেঙে ভাসে পানির ওপর।
মাঝে মাঝে জলের ধড়ফড়ানি
কখনো রৌদ্রে ভিজে যায়
বরষার গা-খানি।
মাছদের ভেসে যাওয়া ভেসে বেড়ানো,
উদাসীন মুনির ধ্যানমগ্নতার মতো।

পাশবিক অনিদ্রায় রাত জাগে সে,
অন্ধকারের চূড়ান্ত সীমায় ডুব দিয়ে।
গোধূলির রাঙা আভা ঝেড়ে ফেলে,
জীবনের নৈমিত্তিক প্রয়োজনেÑ
জীবনের স্বপ্ন ফোটার বাগানের আইলে পথ ভোলে।

আবার কখনো ডুব দিয়ে ভেসে ওঠে
মা-মাটি মানুষের প্রয়োজনে।
নিত্যনতুন সূর্য উদিত হয় জীবনের আয়োজনে।
এভাবেই ঝুলন্ত শেকড়ে বেড়ে ওঠা জীবনের ব্যাকরণ,
অনিয়ন্ত্রিত ইচ্ছেগুলোর উল্কা গতি খোঁজা জীবন;
হয়ে যায় সাধারণ থেকে অসাধারণ।

কমেন্ট বক্স