Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

প্রেমিককে সঙ্গে থাইল্যান্ডে সন্দীপ্তা

প্রেমিককে সঙ্গে থাইল্যান্ডে সন্দীপ্তা ছবি : সংগৃহীত
কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী সন্দীপ্তা সেন। সম্প্রতি নিজের প্রেমিকের কথা স্বীকার করেছেন তিনি নিজেই। তার ভলোবাসার মানুষের নাম সৌম্য মুখার্জি। নিয়মিতই এই প্রেমিককে নিয়ে বিদেশ ভ্রমণে যান অভিনেত্রী। সম্প্রতি প্রেমিককে নিয়ে থাইল্যান্ডে ঘুরে এলেন তিনি। তার কিছুদিন আগে অবসর কাটাতে গিয়েছিলেন ফিলিপাইনে। প্রেমিক-প্রেমিকা নিয়মিত ঘুরছেন দেশ-বিদেশ। সন্দীপ্তার ঘুরে বেড়ানোর নিয়মিত সঙ্গী তার প্রেমিক। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব সক্রিয় সন্দীপ্তা। কাজের খবর জানাতে এ মাধ্যম যেমন ব্যবহার করেন, তেমনি ব্যক্তিগত নানা মুহূর্ত এ প্ল্যাটফরমে শেয়ার করে থাকেন তিনি।

থাইল্যান্ড ট্যুরের স্থিরচিত্র ও ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তার সঙ্গে অনেক ছবিতে দেখা যায় প্রেমিক সৌম্যকে। ছবিগুলো দেখা যায় কখনো সৈকতে, কখনো সাগরের নীল জলে ভেসে বেড়ানো সন্দীপ্তা ও সৌম্য।  গত ২৭শে আগস্ট ছিল সন্দীপ্তার জন্মদিন। পরিবার ও বন্ধুদের নিয়ে বিশেষ দিনটি উদ্‌যাপন করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন সৌম্য। গত বছরের মাঝামাঝি এক সাক্ষাৎকারে সন্দীপ্তা বলেন, এক বন্ধুর মিউজিক ভিডিও প্রকাশনা অনুষ্ঠানে গিয়ে সৌম্য’র সঙ্গে দেখা হয়। এটি প্রায় বছরখানেক আগের ঘটনা। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম। 

আমি ও সৌম্য গত কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছি। বিয়ে কবে করছেন? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, সেটা এখনো ঠিক করিনি। তবে বিয়ের পরিকল্পনা করলে সবাইকে বলেই করবো। ওটিটি প্ল্যাটফরম হইচইয়ের চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত সন্দীপ্তার প্রেমিক সৌম্য মুখার্জি। ‘দ্য একেন’ সিনেমার সৃজনশীল প্রযোজকও ছিলেন তিনি।


ঠিকানা/এম

কমেন্ট বক্স