Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

কী বার্তা নিয়ে ভারত সফরে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী

কী বার্তা নিয়ে ভারত সফরে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা ১০ এপ্রিল (সোমবার) চার দিনের ভারত সফর শুরু করেছেন। গত বছর রুশ আগ্রাসন শুরুর পর এই প্রথম ইউক্রেনের কোনো মন্ত্রী ভারত সফর করছেন। চার দিনের সফরে জাপারোভা ভারত সরকারের শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। গতকাল এ খবর জানিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন জাপারোভা। ইউক্রেনের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি। ভারত সরকার ও বৈশ্বিক প্রেক্ষাপটে কী ধরনের যৌথ সুবিধা পাওয়া যেতে পারে, এসব ইস্যুতে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, জাপারোভার ভারত সফরের মূল উদ্দেশ্য হলো দিল্লি যেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি শক্ত বার্তা দেয়। ভারতের অন্যতম মিত্র রাশিয়ার প্রতি যেন এই বার্তা দেওয়া হয়, সেই ব্যাপারে দূতিয়ালি করতেই এই সফর।

যদিও ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিক কোনো নিন্দা জানায়নি এবং জাতিসংঘেও এ ব্যাপারে সব সময় নীরব থেকেছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নানা সময় ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে বক্তব্য দিয়েছেন।

এদিকে নয়াদিল্লিতে অবস্থিত অবজারভার রিসার্চ ফাউন্ডেশন সেন্টার পর সিকিউরিটির স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনোলজির পরিচালক রাজেশ্বরী রাজাগোপাল বলেছেন, এই সফরে খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং সারের ঘাটতি নিয়ে আলোচনা করবেন ভারতের প্রতিনিধিরা।



ঠিকানা/এম

কমেন্ট বক্স