বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার এত চুরি করেছে, এত লুটপাট করেছে, তারা সব খেয়েছে, সব খেতে খেতে এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে।’
২৫ সেপ্টেম্বর সোমবার রাজধানীর ধোলাইখালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। চলমান এক দফার আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
পত্রিকায় প্রকাশিত খবরের উল্লেখ করে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় মার্কিন ভিসা বিধিনিষেধ আরোপে সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামের কথা সরকারকে মনে করিয়ে দেন ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকেরা বলেছেন তাঁর জীবন বাঁচাতে হলে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে। এ জন্য আমরা গতকাল (রোববার) বলেছি ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় কোনো অঘটন ঘটলে তার সব দায় সরকারকেই নিতে হবে।’
টালবাহানা না করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন। কোনো টালবাহানা করবেন না। এই দেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না।’
নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘এই সরকার সহজে কথা শুনবে না। আন্দোলনের মধ্য দিয়ে, তরঙ্গের পর তরঙ্গ সৃষ্টি করে সরকারকে পরাজিত করতে হবে। এখন আমাদের সামনে একটাই লক্ষ্য—সোজা কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে।’
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                