দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক দিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম ২৫ দিনে ডেঙ্গুতে ৩৩৫ জনের মৃত্যু হলো। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৯৫০ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৮।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩ হাজার ৩৩ জন।
২৫ সেপ্টেম্বর সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৮০১ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ২ হাজার ২৩২ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩৩৭ জন। এর মধ্যে ঢাকার ৯৬৪ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৩৭৩ জন।
নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৭৫৮। এর মধ্যে ঢাকায় ৭৯ হাজার ৭১৬ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ১১ হাজার ৪২ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬৮৩ জন। আর হাসপাতালে ভর্তি আছেন ১০ হাজার ১৪৭ জন।
আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬। এ সময় ডেঙ্গুতে ৩৪২ জনের মৃত্যু হয়। আর জুলাই মাসে আক্রান্ত হন ৪৩ হাজার ৮৫৪ জন। এ মাসে ২০৪ জনের মৃত্যু হয়।
ঠিকানা/এনআই