নাইজেরিয়ার জামফারা রাজ্যে একটি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় হামলা চালিয়ে ২৪ জন ছাত্রীসহ ৩০ জনেরও বেশি লোককে অপহরণ করেছে বন্দুকধারীরা।
স্থানীয় বাসিন্দাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২২ সেপ্টেম্বর শুক্রবার ভোরে সাবন গিদা গ্রামে ঢুকে কয়েক ডজন বন্দুকধারী তিনটি নারী হোস্টেলে হামলা চালায়। প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু ক্ষমতায় আসার পর নাইজেরিয়ায় এটিই প্রথম কোনো গণ-অপহরণের ঘটনা।
সাবন গিদার বাসিন্দা সাহাবি মুসা বলেন, ডাকাতরা মোটরসাইকেলে গ্রামে প্রবেশ করে এবং জানালা ভেঙে হোস্টেলে ঢোকে। তারা সেখান থেকে কমপক্ষে ২৪ জন ছাত্রী এবং দুই পুরুষ প্রতিবেশীকে নিয়ে যায়, যাদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের স্টাফ।
সূত্র জানিয়েছে, এ ঘটনার পর সেখানে সেনা মোতায়েন করা হয়। তবে অপহরণকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হলেও তাদের আরেকটি দল জিম্মিদের সরিয়ে নিয়ে যায়।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


