পূর্ব এশিয়ার দেশ চীনে দিন দিন জন্মহার কমার পাশাপাশি কমছে বিয়ে করার প্রবণতাও। দেশটিতে বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের মধ্যে বিয়ে করার আগ্রহ নেই বললেই চলে। ২০১৩ সালে চীনে বছরে ১ কোটি ৩৫ লাখ বিয়ে হয়েছিল। আর গত বছর দেশটিতে বিয়ের সংখ্যা ছিল মাত্র ৬৮ লাখ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। এ পরিসংখ্যান দ্বারাই বুঝা যায় যে, চীনা তরুণ-তরুণীদের মধ্যে বিয়ে করার আগ্রহ কতটা কম। এ ছাড়া দেশটিতে সেইসঙ্গে ডিভোর্সের হারও বাড়ছে। আর এর ফলে বাড়ছে একা থাকা মানুষের সংখ্যা।
ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের মতো চীনে পালন করা হয় কিক্সি ফেস্টিভ্যাল। ঐতিহ্যগতভাবে চীনা দম্পতিদের বিয়ে করার জন্য এই ফেস্টিভ্যালকে শুভ সময় বলে মনে করা হয়। চলতি বছরের ২২ আগস্ট চীনে উদযাপিত হয় কিক্সি ফেস্টিভ্যাল। চীনের সিচুয়ান প্রদেশের মিয়ানইয়াং শহরের একটি বিয়ে রেজিস্ট্রেশন অফিস এই উৎসবে তরুণ-তরুণীদের বিয়ে লাইভ স্ট্রিম করার সিদ্ধান্ত নেয়। তবে একটি বিপত্তি ঘটে। খুব কম যুগলই সেদিন বিয়ে করতে আসেন। পরে বাধ্য হয়ে ওই লাইভস্ট্রিম বন্ধ করে দেওয়া হয়। বিবাহকে আধুনিক জীবনের সাথে বেমানান বলে মনে করে চীনা তরুণরা। সাংহাইর বাসিন্দা ২৬ বছর বয়সী ইয়ু ঝ্যাং বলেন, ‘চীনে বিয়ে মানে হল এক প্রকারের মৃত্যু।‘
দুই বছর ধরে বান্ধবীর সঙ্গে বিয়ে ছাড়াই লিভ ইন থাকছেন ল্যাবরেটরি টেকনেশিয়াঞ্জ ঝ্যাং। তিনি জানান, প্রায়ই বান্ধবীর সঙ্গে বিয়ে নিয়ে কথা হয়েছে তার। তবে বিয়ে হলে তারা আরও বেশি চাপে পড়বে বলে মনে করছেন দুজন। কারণ বিয়ের পরে দুটি পরিবারের মধ্যে সম্পর্কের তৈরি হয় এবং বাড়ি কেনা ও পরিবার গঠনের একটি চিন্তা থাকে। আর চীনে জমির দাম বেশি ও বাচ্চা হলে আরও খরচ বেড়ে যাবে। আর এই মুহূর্তে, এই তিনটি লক্ষ্য অবাস্তব বলে মনে হচ্ছে বলে জানান ঝ্যাং। আর তাই বান্ধবীর সাথে প্রিয় রেস্তোঁরাগুলিতে খাওয়া এবং চীনের আশেপাশে ছোট ভ্রমণ উপভোগ করেছেন তারা। যদিও ঝাং এবং তার বান্ধবীকে স্থানীয় এবং জাতীয় চীনা কর্তৃপক্ষ গাঁটছড়া বাঁধতে রাজি করার চেষ্টা করলেও খুব একটা সফলতা পায়নি তারা। বিয়ে এবং জন্মহার বাড়াতে চলতি বছরের মে মাস থেকে ২০টিরও বেশি চীনা শহরে পাইলট প্রকল্প গ্রহণ করে দেশটির সরকার। চীনের ঝেজিয়াং প্রদেশের একটি কাউন্টি গত মাসে ঘোষণা করেছে যে নববধূর বয়স ২৫ বা তার কম হলে তারা আর্থিক পুরষ্কার দেওয়া শুরু করবে।
ঠিকানা/এম


ঠিকানা অনলাইন


