রফিকুল ইসলাম
শতমূলী বোধে রচিত হলো না ভিত
যে যার মতো নিজের গাইছে গীত।
উজানের রাজনীতি বয়ে লবণাক্ত ঘ্রাণ
সুরাপাত্রে ডুবে শৌখিন মাতালের প্রাণ।
নকশিকাঁথা জুড়ে হিংস্র পাখির ঠোঁট
ঈগল ও শকুনেরা বাঁধে আমরণ জোট।
চাবুকের কারুকাজে কম্পিত হিমাচল
ধিকধিক ধমনির পথে রক্তিম চলাচল।
আকাশ ছুঁয়ে গেছে বাজারের বাটখারা
ব্যবসায়ী জমিন আজ ফসলে উর্বরা।
শাসন-শোষণে কফির কাপে দেয় চুমুক
দম্ভিত পদভারে ভাঙে পিপীলিকার বুক।
কত দূর কত যুগ কাক্সিক্ষত স্বপ্নের সনদ
শতমূলী বোধে আমাদের মুক্তির মসনদ।