আগামী ২৭ সেপ্টেম্বর বুধবার যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্্যাপিত হবে। উম্মুল কুরার ক্যালেন্ডার অনুযায়ী, সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে। এদিকে বাংলাদেশে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্্যাপিত হবে। গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ বিষয়টি নিশ্চিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আবদুল হামিদ জমাদ্দার।
সভায় বলা হয়, শুক্রবার ১৫ সেপ্টেম্বর ১৪৪৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ জন্য ১৬ সেপ্টেম্বর শনিবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হয়। ১৭ সেপ্টেম্বর থেকে পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হয়। সেই বিবেচনায় ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে যেখানে ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছেন, তারা ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করবেন। নিউইয়র্কের বিভিন্ন মসজিদে ঈদে মিলাদুন্নবীর জন্য বিশেষ আয়োজন থাকবে। ইতিমধ্যে বিভিন্ন মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর ওপর আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
জ্যামাইকা মুসলিম সেন্টারের জেনারেল সেক্রেটারি আফতাব মান্নান বলেন, ২৭ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী। আমরা নবী করিম (সা.) এর বিষয়ে এ মাসে বেশ কয়েকটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করছি। আরও বেশ কয়েকটি আলোচনা অনুষ্ঠিত হবে। ইমাম কাজী কাইয়ূম বলেন, বিভিন্ন মসজিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে অলোচনা অনুষ্ঠিত হবে।



ঠিকানা রিপোর্ট


